শহীদ জিয়ার মাজার জিয়ারত করে কাজী সালাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

শহীদ জিয়ার মাজার জিয়ারত করে কাজী সালাউদ্দিনের নির্বাচনী প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলার জোয়ারিয়া জোনাকী পাহাড়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সশ্রদ্ধ শ্রদ্ধা জানান।

মোনাজাতের সময় তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ছাড়া তিনি আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, এবং দেশনেতা তারেক রহমান ও তার পরিবারের কল্যাণ কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সফরসঙ্গীদের একজন বলেন, “প্রচারণার শুরু শহীদ জিয়ার মাজার থেকে—এটা শুধু প্রথা নয়, বিশ্বাসের জায়গা। এখান থেকেই আমরা শক্তি পাই।”

মাজার প্রাঙ্গণে কাজী সালাউদ্দিন সাংবাদিকদের সংক্ষিপ্তভাবে বলেন, “আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে এসেছি। এই পথ শান্তির, ন্যায়ের, এবং জনগণের।”

মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এরপর রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডের বিভিন্ন অংশে প্রচারণামূলক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রওনা হন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর