রাউজানে অস্ত্রসহ সন্ত্রাসী শাহ আলম গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে পুলিশের পুকুর সেচ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৫

রাউজানে অস্ত্রসহ সন্ত্রাসী শাহ আলম গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে পুলিশের পুকুর সেচ

চট্টগ্রামের রাউজানে চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ ও একটি গুলির খোসা জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর শাহ আলমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তার বাড়ির পাশের একটি পুকুরে একটি বিদেশি পিস্তল ফেলে দেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ পুকুর সেচ করে চুম্বকের সাহায্যে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৭–৮টি মামলা রয়েছে এবং তিনি দুটি হত্যা মামলারও সন্দেহভাজন।

ওসি আরও জানান, অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর