রাউজানে বিশেষ অভিযানে দেশি–বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার ০৩

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

রাউজানে বিশেষ অভিযানে দেশি–বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার ০৩

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর নির্দেশনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা, রাউজান ও পটিয়া থানার সমন্বয়ে গত ১৮ নভেম্বর রাতে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন চৌধুরীহাট এলাকার জহির আহাম্মদ (৫২), মো. সাকিবুল ইসলামকে (২২) ও মো. রানা ওরপে ‘ডাকাত হাব্বে’ ।

পুলিশ জানায়, ওইদিন নোয়াপাড়া চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহাম্মদের মুদি দোকানে অভিযান চালায় ডিবি ও রাউজান থানা পুলিশ। তাকে আটক করার পর দোকানের তাক থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাকিবুল ইসলাম ও মো. রানা নামের দুইজনকে গ্রেফতার করে ডিবি ও পটিয়া–রাউজান থানা পুলিশ।

এর আগে ১৭ নভেম্বর রাউজান থানার একটি মামলায় গ্রেফতার হওয়া আসামি হুমায়ুন উদ্দীন আকাশের জিজ্ঞাসাবাদে জানা যায়, মামলার পলাতক আসামি মহিউদ্দিন তার বাড়ির পাশের পুকুরপাড়ে অস্ত্র পুঁতে রেখেছে।
পরে ১৮ নভেম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট হাজী মকবুল আহাম্মদ সওদাগর বাড়ির পুকুরপাড়ে অভিযান চালিয়ে একটি সিলিং–যুক্ত একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা, রাউজান ও হাটহাজারী থানার যৌথ অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে দায়ের পাঁচটি মামলায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার হয়েছে ১৬টি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, আটটি দেশি ধারালো অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি এবং ২৪টি কার্তুজ।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর