চট্টগ্রামের হাটহাজারীতে ৩০ বছর পর হত্যা মামলার আসামী গ্রেপ্তার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কামাল উদ্দিনকে (৪৮) দীর্ঘ ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। তিনি উপজেলার বারিয়া ঘোনা এলাকার ছালে আহম্মদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার আসামিকে নির্ভুল গোয়েন্দা তথ্যের সহায়তায় ধরা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




