দ্বৈত পরিচয়ে রেল অঙ্গনে সমালোচনা
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের লাকসাম শাখার সাবেক অর্থ সম্পাদক মো. শরিফুল আলম এবার জামায়াতপন্থি সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের নেতৃত্বে যুক্ত হয়েছেন। কক্সবাজার শাখার পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
গেল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গঠিত ওই কমিটিতে সভাপতি হয়েছেন আবদুল জলিল। আর সাধারণ সম্পাদক হিসেবে শরিফুল আলমের নাম প্রকাশ পাওয়ার পর রেল অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃত্বে থাকার পর হঠাৎ জামায়াতপন্থি সংগঠনের পদে যাওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন শ্রমিক লীগের সাথে যুক্ত থাকার পর শরিফুল আলম সংগঠন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এরপর এমপ্লয়িজ লীগের নতুন নেতৃত্ব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়গা করে নেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শরিফুল আলম সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে উপর মহলের সাথে যোগাযোগ করতে বলেন।
অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার জানান, শরিফুল আলম শ্রমিক লীগের কমিটি থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার দাবি, এক সংগঠন থেকে পদত্যাগ করলে অন্য সংগঠনের নেতৃত্ব নেওয়ার সুযোগ রয়েছে।
তবে শরিফুল আলমের এই দ্বৈত পরিচয় ও রাজনৈতিক অবস্থান বদলের ঘটনায় রেল শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট অনেকেই বলছেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে জামায়াতপন্থি সংগঠনে যাওয়া সংগঠনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। যা জামায়াতপন্থি সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগে বিরুপ প্রভাব ফেলতে পারে।
সিটিজি পোস্ট/এইচএস