মিরসরাইয়ে নিজামপুর কলেজে গ্রুপিং রাজনীতিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিজামপুর সরকারি কলেজে গ্রুপিং রাজনীতিকে কেন্দ্র করে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে।
উত্তেজনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের ব্যবহার করে একটি মহল রাজনৈতিক ফায়দা লুটছে। তাদের প্রভাবে কলেজে তৈরি হয়েছে গ্রুপিং; চলছে দ্বন্দ্ব, সংঘাত ও মারামারির মতো কর্মকাণ্ড। ঘটনার সময় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কলেজের আশপাশের পরিবেশ অস্থিতিশীল হয়ে ওঠে।
কর্তৃপক্ষের উদ্বেগ
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন বলেন, “বহিরাগত কিছু উশৃঙ্খল ছেলে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। এছাড়া বখাটেদের ইভটিজিংয়ের শিকার হয়ে নারী শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমছে।”
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, কলেজে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
সিটিজিপোস্ট/ এসএইচএস




