সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কোনো ধরনের ‘পুশ ইন’ সহ্য করা হবে না বলে কঠোর সতর্কতা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
তিনি বলেন, “বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢোকানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের যেসব সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া নেই, সেই এলাকাগুলোতে ‘পুশ ইন’ সহ সব ধরনের সীমান্ত অপরাধ ও চোরাচালান কঠোরভাবে দমন করা হবে।”
রোববার (৫ অক্টোবর) সকালে ফটিকছড়ি ও মীরসরাই সীমান্তের ছোট ফরিংগা বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার আরও বলেন, “সীমান্তে পুশ ইন, মাদক ও গরু পাচারসহ সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
ফেনী নদীর তীরবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ছোট ফরিংগায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতায় এটি বিজিবির ১২তম বিওপি। এটি মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।
বিজিবি সূত্র জানায়, নতুন বিওপি স্থাপনের ফলে করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ, ঘেরামারা ও ছোট ফরিংগা এলাকাসহ ফটিকছড়ির বাগানবাজার এবং দাঁতমারা ইউনিয়নের প্রায় পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকা এখন বিজিবির নিয়মিত নজরদারির আওতায় এসেছে। এতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধ সহজ হবে।
বিজিবির তথ্যানুযায়ী, গত এক বছরে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে ছোট ফরিংগা বিওপিসহ মোট ১০টি নতুন বিওপি স্থাপন করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফেনী নদীর তীরে দুর্গম এই পাহাড়ি এলাকায় নতুন বিওপি স্থাপনের ফলে সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হয়েছে।
সিটিজিপোস্ট/ এসএইচএস
৪ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) নামের আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (৪ অক্টোবর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিলাপাড়া এলাকার একটি ভাড়া বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু ইব্রাহিম ওই এলাকার পুকুরপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে। আ...
৪ অক্টোবর, ২০২৫
৩ অক্টোবর, ২০২৫
৩ অক্টোবর, ২০২৫
৩ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) নামের আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (৪ অক্টোবর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিলাপাড়া এলাকার এ...