উখিয়া হাসপাতালে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান, ২ টন ময়লা অপসারণ
উখিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩ অক্টোবর, ২০২৫

আজ শুক্রবার (০৩অক্টোবর) উখিয়া হাসপাতাল ও আশপাশ এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে বিডি ক্লিন উখিয়া টিম। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ওমর ফারুক।
পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অভিযানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ নাসরিন জেবিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সকলের অধিকার ও কর্তব্য। বিডি ক্লিনের মতো উদ্যোগগুলো সমাজে সচেতনতা বৃদ্ধি করছে।”
অভিযান চলাকালীন আউটডোর মনিটরিং করেন আউটডোর ইনচার্জ মোঃ সরওয়ার আকতার। এছাড়া উপস্থিত ছিলেন ষ্টোর কিপার মোঃ রহিম উল্লাহ, সাংবাদিক ইমরান আল মাহমুদ, সাংবাদিক বশরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন উখিয়া টিম লিডার ওমর ফারুক। তিনি জানান, “আমাদের লক্ষ্য পরিচ্ছন্নতা কে শুধু একটি দিনের কাজ নয়, বরং একটি চলমান আন্দোলনে পরিণত করা। স্থানীয় জনগণকে এ কাজে উদ্বুদ্ধ করতে চাই।”
স্থানীয়রা জানান, এর আগে হাসপাতাল ও আশপাশে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করেছিল। বিডি ক্লিন টিমের উদ্যোগে এখন এলাকা অনেক বেশি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হয়েছে। তারা টিমের কাজকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, বিডি ক্লিন উখিয়া টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে যাচ্ছে। এই কাজ শুধু একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি সচেতনতা আন্দোলন। স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করে টিম প্রমাণ করেছে—একযোগে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন উখিয়া গড়ে তুলতে পারি।
সিটিজিপোস্ট/জাউ


.jpg&w=3840&q=75)

