হাসিনার রায় নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা আমাদের রুখে দিতে হবে: মির্জা ফখরুরল

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৫

হাসিনার রায় নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা আমাদের রুখে দিতে হবে: মির্জা ফখরুরল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আসা রায়ের আশঙ্কা নিয়ে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, "আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় হবে। এই নিয়ে সারাদেশে অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। একটি মহল এটি নিয়ে দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের রুখে দাঁড়াতে হবে।"

তিনি আরও বলেন, "ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, তা যেন আমরা নষ্ট না করি। গণতন্ত্র উত্তরণের পথকে আরও সহজ করে তুলি।"

মওলানা ভাসানীর স্মরণে ফখরুল বলেন, "ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। তিনি রাষ্ট্রকে কল্যাণমূলকভাবে পরিচালিত হতে দেখার ইচ্ছা পোষণ করেছিলেন, যা তিনি দেখতে পারেননি। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখেছিলেন, যিনি দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারতেন।"

তিনি অভিযোগ করে বলেন, "বাংলাদেশের রাজনীতি বিভ্রান্ত অবস্থায় রয়েছে। রাজনীতিতে এমন কিছু ঘটছে, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। আমরা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার, মিথ্যা মামলায় অভিযুক্ত ও শহীদ হয়েছেন। অবশেষে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।"

ফখরুল বলেন, "মানুষের আশা ও আকাঙ্ক্ষা আমরা এখনও পুরোপুরি প্রতিফলিত করতে পারছি না। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে রাজনৈতিক কাঠামো ঠিক করতে, তবে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সেটার সামঞ্জস্য এখনো বোঝা যায়নি। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে ফেরার পথ রয়েছে।"

তিনি আরও বলেন, "অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচন এখন সম্ভাব্য। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু গোষ্ঠী ও মহল পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনের বিলম্ব ঘটাতে চায়। দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন একটি নির্বাচিত সরকার, যার পেছনে জনগণ থাকবে।"

সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, "নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব না করে সমর্থন দিন এবং জনগণের সুযোগ নিশ্চিত করুন।"

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়