রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর বেলা ১১টার দিকে কক্সবাজারের ইনানী বে-ওয়াচ হোটেলে ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। গেলো রমজানে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফর করেছিলেন প্রধান উপদেষ্টা। সে সময় তিনি বলেছিলেন, “আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের দেশে উদযাপন করতে পারে।”
এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় তুলতে সরকার তিনটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নেয়। এর মধ্যে সবচেয়ে বড় সম্মেলনটি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত হবে, যেখানে ১৭০টিরও বেশি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কাতারের দোহাতেও একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ আগস্ট শুরু হওয়া এই সম্মেলন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, আজকের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিকেলে চারটি থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে, যেখানে সরকারের উপদেষ্টাগণ ও উর্ধ্বতন কর্মকর্তাসহ জাতিসংঘ, ঢাকাস্থ বিদেশি মিশন এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন। সেশনগুলোতে রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবিক সহায়তা ও ক্যাম্প ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
২৫ আগস্ট, ২০২৫
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমিনা খাতুন (৫৫) টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার জাফর আহমদের স্ত্রী। সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হ...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুনকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমিনা খাতুন (৫৫) টেকনাফ উপজেলার উত্তর লেংগুর বিল এলাকার জাফর আহমদের স্ত্রী। সোমবার (২৫ আগস্...