কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানা পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর২০২৫) রাতের দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে পৌরসভার চৌধুরীপাড়ায় পূর্বশত্রুতার জেরে কয়েকজন সন্ত্রাসী এমদাদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত এমদাদ চৌধুরীপাড়ার আলী হোসেনের ছেলে। তিনি চার সন্তানের জনক। হত্যার বিচার চেয়ে ইতিমধ্যেই তার সন্তানরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসাইন জানান, নিহত এমদাদ হোসেন ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমান সাধারণ সম্পাদক বিদেশে থাকায় তাকে ওই পদে পদোন্নতি দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা সেই সুযোগ দিল না। আমরা আজকের সব কর্মসূচি স্থগিত করেছি এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, “আমাদের দলের নেতাকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে মামলায় যেন কোনো নিরীহ ব্যক্তিকে জড়িয়ে দেওয়া না হয়, সেটিও প্রশাসনের কাছে অনুরোধ করছি।”
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ডিউটি অফিসার এসআই শোভন জানিয়েছেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজিপোস্ট/জাউ