টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। তাদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশু রয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা উভয়ই আছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে এসব মানুষকে পাহাড়ের আস্তানায় আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে নৌবাহিনী কন্টিনজেন্ট ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

অভিযানের সময় পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের আটক করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সংঘবদ্ধ মানবপাচার চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, ভালো জীবনযাত্রা এবং বিনা খরচে মালয়েশিয়া প্রেরণের প্রলোভন দেখিয়ে তাদের আটক করে রাখে। পরে মুক্তিপণ আদায় ও সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।

ক্যাটাগরি:
কক্সবাজার