চকরিয়ায় মহাসড়কে ভয়াবহ ডাকাতি, বাইক আরোহীর মৃত্যু
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় ডাকাতির ঘটনায় মোহাম্মদুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে দুর্বৃত্তরা রশি টান দিয়ে ফাঁদ তৈরি করে। এ সময় কক্সবাজার থেকে চকরিয়াগামী দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক সেখানে পৌঁছালে রশিতে আটকে পড়ে গুরুতর আহত হন।
পরে ১০–১২ জন সশস্ত্র ডাকাত তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উখিয়ার বাসিন্দা মোহাম্মদুল হককে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে কাজ করছে।


.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)