আওয়ামী লীগের নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে রাউজানে বিএনপির মশাল মিছিল

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১২ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগের নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে রাউজানে বিএনপির মশাল মিছিল

সারা দেশে আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও গুজবের রাজনীতি’র প্রতিবাদে রাউজানে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।


বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাউজান উপজেলার পথেরহাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মশাল মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
শাহ আমানত মার্কেট চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পথেরহাটের পূর্ব ও পশ্চিম প্রান্ত প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এর আগে শাহ আমানত মার্কেট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ দেশে ভীতির রাজত্ব কায়েম করেছে, মিথ্যা প্রচার ও দমননীতির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করছে।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাবিব উল্লাহ মাস্টার এবং সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল আজম ছোটন।
প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শামশুল হক বাবু, এপিপি এডভোকেট তাজুল ইসলাম, হারুনুর রশিদ, নুরুল আবছার, মোহাম্মদ এনাম উল্লাহ, উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদার, দিদারুল আলম, মাহবুব আলম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাদের, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রায়হান উদ্দীন, আনিসুর রহমান, আরমান প্রমুখ।

এ ছাড়াও উপজেলার উত্তরে চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়কের মুন্সির ঘাটা, চট্টগ্রাম–কাপ্তাই সড়কের উরকিরচরের জিয়াবাজার, পাহাড়তলী চৌমুহনীসহ প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর