এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজল ও তার পিএসের বিরুদ্ধে মামলা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮/৭/২০২৫, ৪:০০:২৭ PM

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজল ও তার পিএসের বিরুদ্ধে মামলা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) নামের এক নারী এই মামলার আবেদন করেন।


আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২ জুন রাজধানীর একটি কোরবানির গরুর হাটে ডিপজলকে কাছ থেকে দেখার আশায় যান রাশিদা। সেখানে ডিপজলের উপস্থিতিতে তার পিএস ফয়সালসহ ৮-১০ জন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।

বাদী জানান, “ডিপজল ভাইয়ের ভক্ত হয়ে কথা বলতে গিয়েছিলাম। তখন তার পিএস বলে, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকলো?’ এরপর তারা আমাকে হেনস্তা করে, টেনে-হিঁচড়ে বের করে দিতে চায়।”

তিনি আরও অভিযোগ করেন, “পিএসের নির্দেশে এক ব্যক্তি গ্যালনে ভরা তরল আমার ঘাড়ে ঢেলে দেয়, যেটা এসিড জাতীয় কিছু ছিল। যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বাসায় ফিরি। পরে ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত আমি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছি।”

বাদী এজাহারে উল্লেখ করেছেন, ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস ফয়সাল ফোন দিয়ে মামলা না করতে হুমকি দেন।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। এসিড আক্রমণের শিকার হওয়া একজন নারীর ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আদালত যথাযথ নির্দেশনা দিয়েছেন।”

আদালতের নির্দেশ অনুযায়ী, সিআইডি তদন্ত শেষে একটি রিপোর্ট জমা দেবে। সেক্ষেত্রে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মামলাটি নিয়ম অনুযায়ী বিচারের জন্য এগিয়ে যাবে।

উল্লেখ্য, মনোয়ার হোসেন ডিপজল ঢাকাই সিনেমায় খল চরিত্র ও প্রযোজক হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি বিভিন্ন সময় রাজনৈতিক সংশ্লিষ্টতায় আলোচনায় ছিলেন।

ক্যাটাগরি:
কভার নিউজবিনোদন

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা

পাহাড়তলী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা

৮ জুলাই, ২০২৫

চট্টগ্রামের পাহাড়তলী বাজার সংলগ্ন বিভিন্ন চালের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি নিয়মিত তদারকি টিম। এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লক...