মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-কামালের রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-কামালের রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের তারিখ নির্ধারণ ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়। প্রবেশ পথে তল্লাশি চালিয়ে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব বাহিনীর সদস্যরা রয়েছেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

এদিন সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায়ের তারিখ নির্ধারণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৩ অক্টোবর এ মামলায় রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি মানবতাবিরোধী অপরাধে বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রী ও প্রভাবশালী নেতাদের বিচারিক উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এরপর রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার বক্তব্যের পর পাল্টা জবাব দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। সবশেষে ট্রাইব্যুনাল আজকের দিন রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য ধার্য করেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়