বিতর্কিত উপদেষ্টাদের সরে গিয়ে সরকারকে কেয়ারটেকার মুডে চলে যেতে হবে: আমীর খসরু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২২ অক্টোবর, ২০২৫

বিতর্কিত উপদেষ্টাদের সরে গিয়ে সরকারকে কেয়ারটেকার মুডে চলে যেতে হবে: আমীর খসরু

নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে সরকারকে নিরপেক্ষ অবস্থানে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেহেতু আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসছে না, তাই বর্তমান সরকারকেই সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

আজ জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

তিনি বলেন, “আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে ভালো পরিবর্তন চাই। যাঁরা সরকারে আছেন, অধ্যাপক ইউনূসসহ যাঁদের প্রতি আমাদের সম্মান আছে, তাঁদের সম্মানের সঙ্গেই যেতে হবে। কিন্তু কিছু লোকের কার্যকলাপে সেটা বিঘ্নিত হতে পারে। এজন্য বলছি, পুরোপুরি কেয়ারটেকার সরকারের মুডে চলে যান। যাঁদের নিয়ে বিতর্ক আছে, তাঁদের সরকার থেকে চলে যেতে হবে। না হলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।”

আমীর খসরু আরও বলেন, সরকারের ভেতরে–বাইরে যারা নিরপেক্ষতা নষ্ট করার সুযোগ রাখে, তাদের রেখে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন পদে প্রভাব বিস্তার করেছেন। তাদের কেউ কেউ নির্বাচনে অংশ নিতে পারেন বা কোনো দলের সঙ্গে যুক্ত, এ অবস্থায় তারা থাকলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হবে।

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র কী হবে, তা সংবিধানে বলা আছে। সেই অনুযায়ীই বর্তমান সরকারকে চলতে হবে। এখন তাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে আমীর খসরু বলেন, “নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম শর্ত। এই কারণে আমরা ১৭ বছর ধরে লড়াই করছি। নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো মাথাচাড়া দেবে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
রাজনীতি