প্রখ্যাত সুফি সাধক গাজী-এ দ্বীন ও মিল্লাত, হযরত সৈয়দ আবদুল হামিদ বোগদাদী (রহ.) এর স্মৃতি বিজারিত রাউজানের কদলপুর হামিদিয়া কামিল(এম.এ) মাদ্রাসার বর্ণাঢ্য জলসার মধ্যদিয়ে প্রথম বারের মত গঠিত প্রাক্তন ছাত্র পরিষদের অভিষেক, আলোচনা সভা, দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পরলোকগত প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, পরিচালকবৃন্দের ইছালে সওয়াব উপলক্ষে ফাতেহা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই (শনিবার) বিকাল ৫টায় মাদ্রাসার মিলনায়তনে এই জলসা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরী।
মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ আবু তাহের আলকাদেরীর সভাপতিত্বে জলসার উদ্বোধক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হযতুলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আবু জাফর সিদ্দিকী।
আলোচক ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নুরী, গশ্চি মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাজী আবুল বশর।
বিশেষ অতিথি ছিলেন সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী আলহাজ্ব হাফেজ মোহাম্মদ হাশেম, সমাজ হিতৈষী মোহাম্মদ ফরহাদ উদ্দীন চৌধুরী, মাওলানা নুরুল আজিম হেলালী, মাওলানা খালেদ আনছারী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মো. হারুন, রুহুল আমিন।
নবগঠিত পরিষদের সাধারন সম্পাদক মাওলানা আবদুস সবুর ও যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন কোরাইশীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ এমরান হোসেন মাসুম। এতে স্মৃতিচারন করেন প্রাক্তন শিক্ষার্থী মো. সেকান্দর ও মো.ইব্রাহিম।
এছাড়াও জলসায় অন্যান্যদের উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউল হক, মাওলানা কাজী খোরশেদুল আলম, মাওলানা বদিউল আলম, মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহীম, কামরুল ইসলাম কমর, মুহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা আবু বক্কর, মু. মারুফ চৌধুরী, ওয়াসিম আকরাম, সেলিম উদ্দিন সহ আরো অনেকেই।
জলসায় নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ আবু তাহের আল কাদেরী।
এতে মিলাদ কেয়াম পরিচালনা করেন শায়ের মাওলানা সৈয়দ মুহাম্মদ এহসান কাদেরী। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা জমির উদ্দিন।
জলসার শেষভাগে দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীসহ ৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। জলসা শুরু হতে শেষাবধি প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম চলছিল। তা মাদ্রাসা চলাকালীন সময়েও অব্যাহত থাকবে বলে জানান পরিষদের সভাপতি মাওলানা ইমরান হোসেন মাসুম।
উল্লেখ্য, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা নিকেতনে প্রথম বারের মত প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়।
সিটিজিপোস্ট/এমএইচডি