চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বহুল আলোচিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের কথা জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটি অতিশীঘ্রই গঠন করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দুই প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আজকে রাউজানে ছত্তারঘাটে সংঘটিত সংঘর্ষ এই কমিটি বিলুপ্তির পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে।
উল্লেখ্য, আজ ২৯ জুলাই রাউজানের ছত্তারঘাট এলাকায় এই দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যাতে অন্তত ৩০ জন আহত হন এবং গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই কমিটি বিলুপ্তির ঘোষণা আসায় রাজনৈতিক মহলে এ নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এদিকে, প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘটিত হানাহানি ও বিশৃঙ্খল আচরণের জন্য দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোঃ সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান। তাদের বিরুদ্ধে হিংসাত্মক ও অশোভন আচরণের অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গীর কাউন্সিল উপলক্ষে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়।
সিটিজি পোস্ট/ এসএইচএস