চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ছত্তারঘাট এলাকায় এই সংঘর্ষ ঘটে। এতে একটি পুলিশ পিকআপ, একটি প্রাইভেট জিপ ভাঙচুর করা হয় এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
বিকাল সাড়ে চারটার দিকে গোলাম আকবর খন্দকারের গাড়ি বহর ছত্তারঘাট ব্রিজ ক্রস করে সামনের দিকে অগ্রসর হলে সেখানে পূর্ব হতে অবস্থান নেওয়া গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা 'নারায়ে তকবীর' স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এতে মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে গোলাম আকবর খন্দকারের গাড়ির বহর হতে প্রথমে ইটের টুকরা ছোঁড়া হলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীর পঁচা ডিম ছোঁড়ে মারেন। এতে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেকে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বলেন, আমরা পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিএনপির সাবেক সভাপতির কবর জেয়ারতে যাচ্ছিলাম। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে পূর্বে হতে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা আমার গাড়ি বহরে হামলা চালায়। আমাকে লক্ষ্য করে গুলি করে। আমার ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। এই ঘটনায় আমি হাইকমান্ডকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিবেন। তবে আমি কোন কর্মসূচী দিব না। তিনি আরো বলেন, "গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গত ১৭ বছর তার চাচাত ভাইয়ের কারণে তার বাবা-মায়ের কবর জেয়ারত করতে পারে নি। আজ সে আমাদের কবর জেয়ারতে বাঁধা দিচ্ছে।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী রাউজান পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক বলেন, আমরা পূর্ব ঘোষিত কর্মসূচী অনুসারে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাউজান সরকারি কলেজ মাঠে আগামী ৯ আগষ্টের জনসভার প্রচারণা উপলক্ষে মোটরশোভাযাত্রার আয়োজন করি। হঠাৎ করে আওয়ামী লীগের দোসর গোলাম আকবর খন্দকারের অনুসারীরা আমাদের উপর সশস্ত্র হামলা চালায়। আমাদের যুবদলের অনেক নেতাকর্মী আহত হয়। তিনি গোলাম আকবর খন্দকারের অভিযোগ অস্বীকার করে বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শারীরিকভাবে বেশ অসুস্থ। তিনি চট্টগ্রামে নেই। আমরা আমাদের কর্মসূচী পালন করছি। সেখানে তারা আমাদের উপর হামলা চালিয়ে তার লোকেরা তার গাড়ি ভাংচুর করেছে। আমাদের ৯ তারিখের প্রোগ্রাম বানচাল করার জন্য তিনি এই ধরনের হামলার আশ্রয় নিয়েছেন। আমরা হাইকমান্ডকে ইতোমধ্যে অবহিত করেছি। থানায় মামলা করা হবে। বুধবার বেলা ৩ টায় মুন্সির ঘাটায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
সংঘর্ষের পর উভয় পক্ষই ঘটনাস্থল ত্যাগ করে। গিয়াস অনুসারীরা গহিরা চৌমুহনীতে মিছিল করে এবং গোলাম আকবরপন্থীরা নগরমুখী হয়। একে অপরকে আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করে উভয় পক্ষই দায় চাপিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম সেবা জানান, “ঘটনাটি তদন্তাধীন। এখনো গুলিবর্ষণের তথ্য মেলেনি এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত নয়।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩১ জুলাই, ২০২৫
মৌসুমি বায়ুর সক্রিয়তায় উত্তাল হয়ে উঠেছে উত্তর বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকাজুড়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। ফলে চট্টগ্রাম সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত।বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে চট্টগ্রামবাসী। শ্রাবণের অঝোরধারায় প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত...
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
৩০ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
মৌসুমি বায়ুর সক্রিয়তায় উত্তাল হয়ে উঠেছে উত্তর বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকাজুড়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। ফলে চট্টগ্রাম সমুদ্রবন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত।বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। টান...