মিয়ানমার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তনের আভাস মিলছে। ভূরাজনৈতিক স্বার্থে ‘রেয়ার আর্থ মিনারেল’ বা বিরল খনিজ ঘিরে নতুন কৌশল সাজাচ্ছে দেশটি। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনের কূটনৈতিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ট্রাম্প প্রশাসন কিছু প্রস্তাব বিবেচনা করছে, যা মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথ খুলে দিতে পারে। এর ফলে মিয়ানমারের বিরল খনিজ সম্পদকে চীনের একক নিয়ন্ত্রণ থেকে বের করে নিজেদের সরবরাহ শৃঙ্খলে যুক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এতদিন রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টা আন্তর্জাতিক চাপের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র যদি জান্তা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, তাহলে সে চাপ কার্যত শেষ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রোহিঙ্গা ইস্যু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার হারিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য নির্ধারিত মানবিক সহায়তায় বড় ধরনের আর্থিক ঘাটতি তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে নতুন করে দেড় লাখ রোহিঙ্গার আগমন এই সংকটকে আরও ঘনীভূত করেছে।
সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর পেছনে রয়েছে জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে ট্রাম্পপন্থী যোগাযোগ ও প্রশংসাবার্তা বিনিময়ের প্রেক্ষাপট। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি স্বাধীন, তবে বিশ্লেষকরা একে রাজনৈতিক ঘনিষ্ঠতার ফল বলেই মনে করছেন।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ানমার নীতিতে পরিবর্তন আনতে অভ্যন্তরীণ আলোচনা চলছে। মূল লক্ষ্য চীনের প্রভাব ভেঙে মিয়ানমারের বিরল খনিজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। কাচিন অঞ্চলের এসব খনিজ বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) নিয়ন্ত্রণে থাকায় জান্তার সঙ্গে শান্তিচুক্তি কিংবা কেআইএর সঙ্গে সরাসরি সমঝোতার প্রস্তাবও বিবেচনায় নিয়েছে হোয়াইট হাউজ।
কাচিন অঞ্চল পাহাড়ঘেরা দুর্গম এলাকা এবং সেখান থেকে ভারতে পণ্য পরিবহনের একটি মাত্র রাস্তা থাকায় এ আলোচনায় ভারতকেও যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি কোয়াড জোট ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে সক্রিয় করতে চায় তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, এখনই কোনো সিদ্ধান্তে আসা তাড়াহুড়ো হবে। তবে বোঝা যাচ্ছে, রিপাবলিকান সরকার মিয়ানমারের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়তে চাইছে। ব্যবসা ও ভূকৌশলকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক স্টিমসন সেন্টারের বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘদিনের নীতি ব্যর্থ হয়েছে এবং চীনের প্রভাব বেড়েছে। ফলে যুক্তরাষ্ট্র এখন স্বার্থকেন্দ্রিক একটি নীতির দিকে ঝুঁকছে।
ভূরাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, রোহিঙ্গা ইস্যু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে মানবিক নয়, বরং ভূরাজনৈতিক। আসন্ন নির্বাচনকে স্বার্থের কারণে বৈধতা দিতে পারে তারা। তার মতে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বাস্তব সম্ভাবনা কখনোই ছিল না।
তবে বাংলাদেশ সরকার মনে করছে, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন এলেও প্রত্যাবাসনের সম্ভাবনার ওপর তা বড় প্রভাব ফেলবে না। কারণ বর্তমানে রাখাইনের বেশির ভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে মিয়ানমার সরকার কী করছে, তা ততটা গুরুত্বপূর্ণ নয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিষেধাজ্ঞা বা তার প্রত্যাহার প্রত্যাবাসনে খুব একটা প্রভাব ফেলছে না। রাখাইনে বর্তমানে আরাকান আর্মির দখলে থাকা অঞ্চল থেকেই রোহিঙ্গারা পালিয়ে আসছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সেখানে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন চলছে।
জাতিসংঘের নেতৃত্বে নেওয়া ২০২৫-২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান অনুযায়ী, দুই বছরের জন্য ৯৩ কোটি ৪৫ লাখ ডলার প্রয়োজন। কিন্তু চলতি বছরের মার্চ পর্যন্ত এসেছে মাত্র ৩৯ কোটি ৮৫ লাখ ডলার—প্রায় ৫৮ শতাংশ ঘাটতি। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, আশ্রয়সহ বিভিন্ন সেবা হুমকির মুখে পড়েছে।
নতুন আসা দেড় লাখ রোহিঙ্গার জন্য দরকার ৮ কোটি ৪০ লাখ ডলার। অর্থ না এলে ৬৩ হাজার শিশুসহ এ জনগোষ্ঠী আরও বড় বিপদের মুখে পড়বে। স্থানীয় বাংলাদেশীরাও এর নেতিবাচক প্রভাব ভোগ করছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৩১ জুলাই, ২০২৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী, ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ে...
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী, ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহ...