জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৭ জুলাই) জাপার দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৫ জুন জাতীয় পার্টির জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উক্ত তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়। এরপর ২৮ জুন অনুষ্ঠিত জাপার প্রেসিডিয়াম সভায় তাদেরকে পদচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাপার গঠনতন্ত্র অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এদিকে, পদচ্যুত মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্থানে শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ইতোমধ্যেই দলীয়ভাবে ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে তিন বহিষ্কৃত নেতা বা তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৭ জুলাই, ২০২৫
দীর্ঘ ২৭ মাস পর বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে। আজ রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এবছরের জুনে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৪৮ শতাংশ। তার আগে মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।২০২৩ সালের মার্চে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে ওঠে, এবং গত মাস পর্যন্ত ৯ শতাংশের ঘরেই ছিল মূল্যস্ফীতি। বিগত ২৭ ম...
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
৭ জুলাই, ২০২৫
দীর্ঘ ২৭ মাস পর বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে। আজ রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এবছরের জুনে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৪৮ শতাংশ। তার আগে মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।২০২৩ সালের ...