মীরসরাইয়ে লরির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭/৭/২০২৫, ৭:১৭:১৫ PM

মীরসরাইয়ে লরির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম আলিফা, সে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছোট সন্তান।


সোমবার (৭ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে মীরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী তাহমিদ খান জানান, ঘটনার সময় একটি সিএনজি অটোরিকশা কলেজ রোডের মুখে মহাসড়কে এসে হঠাৎ ব্রেক করে। ঠিক তখনই পেছনে থাকা একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। লরির ধাক্কায় সিএনজির মধ্যে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে রাস্তায় পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি ছোট্ট শিশুর এমন অকাল মৃত্যুতে স্থানীয়রা মর্মাহত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতা প্রায়শই এমন দুর্ঘটনার কারণ হচ্ছে, যা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে সড়কে নিরাপত্তার গুরুত্ব।

‎মীরসরাইয়ে পুলিশ ফাঁড়ির এটিআই সালাউদ্দিন জানান, বিকেলে মহাসড়কের কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশার পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। কাভার্ডভ্যান চালক ও গাড়ি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম উত্তর

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

৭ জুলাই, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৭ জুলাই) জাপার দফতর...