রেলপথে বাড়ছে নজরদারি: তিন স্টেশনে বসলো আধুনিক স্ক্যানিং মেশিন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭/৭/২০২৫, ৭:৩৬:৫১ PM

রেলপথে বাড়ছে নজরদারি: তিন স্টেশনে বসলো আধুনিক স্ক্যানিং মেশিন

রেলপথে মাদক ও অবৈধ মালামাল চোরাচালান রোধে প্রথমবারের মতো চট্টগ্রাম, ঢাকা কমলাপুর ও কক্সবাজার রেল স্টেশনে বসানো হয়েছে লাগেজ স্ক্যানিং মেশিন।


যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সুপারিশে রেলপথ মন্ত্রণালয় এই উদ্যোগ নেয়। যদিও এখনো অপারেশনাল কার্যক্রম শুরু হয়নি, তবে শীঘ্রই চালু হওয়ার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম রেল স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্ক্যানিং মেশিনটি ইতোমধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান বসিয়ে দিয়েছে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা মেশিনটির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

এ প্রসঙ্গে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ আমান জানান, যাত্রীদের মালামাল স্ক্যানিংয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে রেলপথ মন্ত্রণালয় স্ক্যানার মেশিন বসিয়েছে। মেশিনটি মাদকসহ অবৈধ পণ্য শনাক্তে সক্ষম এবং রেলপথে মাদক পরিবহন নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে জানান তিনি।

ইন্সপেক্টর আমান আরও বলেন, এই স্ক্যানার পরিচালনার জন্য তিনজন আরএনবি সদস্যের নাম প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ জানান, স্টেশন মাস্টার, আরএনবি সদস্য ও টিকিট কালেক্টরসহ মোট ১৫ জন কর্মচারীকে প্রশিক্ষণ দিয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। তবে এখনো প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়নি।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, চট্টগ্রাম, ঢাকা ও কক্সবাজার রেল স্টেশনে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে মূলত মাদক নিয়ন্ত্রণে। বর্তমানে অপারেশনাল কার্যক্রম শুরু না হলেও প্রশিক্ষণ শেষে তা চালু হবে। সরবরাহকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে মেশিন বসিয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মাদক পাচার রোধে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেড়-দুই দশক ধরে মিয়ানমার কেন্দ্রিক ইয়াবাসহ নানা মাদকের চালান টেকনাফ-কক্সবাজার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। আগে সড়ক ও নৌপথে মাদক পাচার হলেও কক্সবাজারের সাথে দেশের রেল যোগাযোগ চালু হওয়ার পর থেকে এই মাদক পাচার আগের চাইতে বেশ কয়েক গুন বেড়ে গেছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে রেলপথে মাদক পাচারের তথ্য প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং কক্সবাজার স্টেশনে স্ক্যানিং মেশিন স্থাপনের দাবি উঠে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকা কমলাপুর স্টেশনে স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়। রেল কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ রেলপথে মাদক পাচার রোধে কার্যকর ভূমিকা রাখবে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

৭ জুলাই, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৭ জুলাই) জাপার দফতর...