ওয়াসিম হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি ফজলে করিম

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭/৭/২০২৫, ৬:০৮:৪০ PM

ওয়াসিম হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি ফজলে করিম

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং ওয়াসিম হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


সোমবার (৭ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ওইদিন মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, ৮ এপ্রিল তার জামিনের আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম। তবে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, চলমান তদন্তে তার বিরুদ্ধে গণহত্যা, অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ফজলে করিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান এবং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেন।

মামলাটি বিচার করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল। মামলায় প্রসিকিউটরের দায়িত্বে রয়েছেন আব্দুল্লাহ আল নোমান।

এদিকে একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তবে মামলার পলাতক দুই আসামি হলেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সারা দেশে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারান একাধিক বিক্ষোভকারী, যাদের মধ্যে ওয়াসিম অন্যতম। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলার কার্যক্রম শুরু হয়।

এই মামলাটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে, কারণ এতে প্রথমবারের মতো ক্ষমতাসীন দলের সাবেক শীর্ষস্থানীয় ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রাম

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

সন্দ্বীপে নৌবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ও কারবারি গ্রেফতার

সন্দ্বীপে নৌবাহিনীর অভিযান: অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী ও কারবারি গ্রেফতার

৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য। এ অভিযানে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারিকে।গত ৬ জুলাই ২০২৫, সন্দ্বীপের একটি এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনী সদস...