২৭ মাস পর মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭/৭/২০২৫, ৮:১৮:৩৪ PM

২৭ মাস পর মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে

দীর্ঘ ২৭ মাস পর বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে। আজ রোববার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এবছরের জুনে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৪৮ শতাংশ। তার আগে মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।


২০২৩ সালের মার্চে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে ওঠে, এবং গত মাস পর্যন্ত ৯ শতাংশের ঘরেই ছিল মূল্যস্ফীতি। বিগত ২৭ মাসের মধ্যে সর্বোচ্চ ১১ দশমিক ৬৬ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে।

সোমবার (৭ জুলাই) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। বিবিএসের হিসাব অনুযায়ী, সরকারের গত অর্থবছরে (জুলাই ২০২৪-জুন ২০২৫) সময়ে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ হারে।

বিবিএসের তথ্য অনুযায়ী, জুন খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতির হার জুনে সামান্য কমে ৯ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যপণ্যের দাম স্থিতিশীল থাকা এবং বৈশ্বিক বাজারে কিছুটা স্বস্তির কারণে এ হার কমেছে।

অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবণতা বজায় থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও সহনীয় হবে। তবে টেকসই আর্থিক স্থিতিশীলতার জন্য বাজারে নজরদারি ও নীতিগত সহায়তা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন তারা।

এদিকে আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুনের মূল্যস্ফীতির তথ্য জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি–কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। জুন (২০২৫ সাল) মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট–টু–পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ–বিন্দু কম।’

শফিকুল আলম আরও বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামী দিনে তা খুব দ্রুত কমে আসবে।’

ক্যাটাগরি:
কভার নিউজঅর্থ-বাণিজ্যজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

৭ জুলাই, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৭ জুলাই) জাপার দফতর...