কলকাতার তাজিয়া মিছিলে যুবলীগ নেতা বাবরের উপস্থিতি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭/৭/২০২৫, ১২:৪১:২৮ PM

কলকাতার তাজিয়া মিছিলে যুবলীগ নেতা বাবরের উপস্থিতি

পবিত্র আশুরার দিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাত এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে আচমকাই দেখা গেল বাংলাদেশের যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ সম্পাদক ও চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী বাবরকে। এ নিয়ে এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ধোঁয়াশা ছিল—বাবর দেশেই আত্মগোপনে, না কি সীমান্ত পেরিয়ে বিদেশে—তা স্পষ্ট হলো ভাইরাল হওয়া এই ভিডিওতে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, বাবর কলকাতার তাজিয়া মিছিলে সাধারণ দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছেন, আশপাশে অন্যদের সঙ্গে কথা বলছেন এবং মিছিল উপভোগ করছেন। এতে নিশ্চিত হওয়া গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এই নেতা ভারতে আশ্রয় নিয়েছেন।

হেলাল আকবর বাবরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে, গত ১ জুলাই কোতোয়ালি থানায় দায়ের হওয়া কাউসার হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই মুরাদপুরে ছাত্রদের উপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। সে সময় ভাইরাল হওয়া ভিডিওতে অস্ত্র হাতে উপস্থিত বাবরকে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।

তৎকালীন ডেইলি স্টারসহ একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, আন্দোলনরত ছাত্রদের ধাওয়া খেয়ে যুবলীগ কর্মীরা মুরাদপুর এলাকার একটি রেস্টুরেন্টের সামনে জড়ো হন। সেখানে বাবর হেলমেট পরে, পিস্তল হাতে, ঘনিষ্ঠ নেতা নুরুল আজিম রনিকে পাশে নিয়ে সরাসরি নেতৃত্ব দেন।

চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে রাজনীতিতে উত্থান ঘটে বাবরের। পরবর্তীতে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর বলয়েও সক্রিয় ছিলেন তিনি। ছাত্র রাজনীতিতে নন্দনকানন ইউনিট ছাত্রলীগ থেকে শুরু করে কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে তার। যদিও ২০২৪ সালের নির্বাচনেও চট্টগ্রাম-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তা পাননি।

পুলিশ সূত্র জানায়, বাবরের নেতৃত্বে চট্টগ্রামে একটি সংঘবদ্ধ ক্যাডার বাহিনী তৎপর ছিল। এই বাহিনী রেলওয়ে পূর্বাঞ্চলে টেন্ডার নিয়ন্ত্রণ, জমি দখল ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। বাবরের বিরুদ্ধে সিআরবি এলাকায় জোড়া খুনের মামলাও রয়েছে।

ক্যাটাগরি:
কভার নিউজচট্টগ্রামরাজনীতি

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

জাপার তিন শীর্ষ নেতা বহিষ্কৃত, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

৭ জুলাই, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (৭ জুলাই) জাপার দফতর...