ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ নয় মাস সরকারের সঙ্গে রাজনৈতিক সংস্কার বিষয়ে আলোচনা হলেও এখন যদি সরকার একতরফাভাবে নতুন কিছু চাপিয়ে দিতে চায়, তার দায়ভার সম্পূর্ণ সরকারের ওপরই বর্তাবে। তিনি বলেন, “যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, বিএনপি শুধুমাত্র সেগুলোকেই সমর্থন করবে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। মানুষ যদি সৎভাবে জীবন যাপন করে, ধর্ম পালন করে এবং অন্যের উপকার করে, তবেই বেহেশতের পথ তৈরি হয়। শুধু কোনো দলের সদস্য হলেই বেহেশত নিশ্চিত—এ ধারণা বিভ্রান্তিকর।” তিনি আরও বলেন, “জামায়াত জানে, সুষ্ঠু ভোট হলে তাদের জনভিত্তি থাকবে না।”

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভোট পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে জনগণ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। “জামায়াত বলছে পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। প্রশ্ন হলো—ভোটকে এত ভয় কেন? কারণ তারা জানে, ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না,” বলেন তিনি।

এনসিপির প্রসঙ্গে তিনি স্থানীয় ভাষায় বলেন, “ওরা ভোটেই পাবে না, তাই জামায়াতের কথার সঙ্গে সুর মিলাচ্ছে।”

মির্জা ফখরুল বলেন, নির্বাচন পেছানোর বা পুরোনো ব্যবস্থায় ফেরানোর চেষ্টা হচ্ছে। বিএনপি শুধুমাত্র সম্মত সংস্কারগুলোর পক্ষে থাকবে, অন্য কোনো ব্যর্থতার দায় দল নেবে না।

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক নিয়োগকে তিনি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। “শিশুদের শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য এগুলো প্রয়োজন,” বলেন তিনি।

নির্বাচন পিছিয়ে গেলে রাষ্ট্র ব্যর্থতায় পতিত হবে দাবি করে তিনি বলেন, “এবার দেশের সামনে একটি বড় সুযোগ এসেছে। সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সরকার গঠন করতে হবে।”

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা দিল্লি থেকে হরতাল ঘোষণা করেছেন। দেশের সম্পদ নষ্ট করার রাজনীতি জনগণ মেনে নেবে না।”

মতবিনিময় সভায় জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি:
রাজনীতি