ফটিকছড়িতে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এক ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার
ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামের এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে ভূজপুর থানার পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে, উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ঘর থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী আমানের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আরও জানা যায়, গ্রেপ্তার আমান হোসেনের বিরুদ্ধে ভূজপুর ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




