ফটিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ নভেম্বর, ২০২৫

ফটিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ২৬ বোতল বিদেশি মদসহ মনিরুজ্জামান নোমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার নোমান খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আশ্রাফ লিডার পাড়ার মাসুদ রানার ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় সড়ক দিয়ে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে গাড়ি থেকে ২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই নোমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি এবং জব্দ করা মাদকসহ পিকআপটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর