"জ্ঞান অর্জনই কেবল শিক্ষার উদ্দেশ্য নয়, বরং সততার সাথে নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা"- চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন ভর্তী হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহাম্মদ।
সোমবার (৪ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ 'ফল ২০২৫' সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাস্টি বোর্ডের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহাম্মদ আরো বলেন, আজ তোমরা যে স্বপ্ন দেখছো, তা বাস্তবায়নে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এই পথচলায় তোমাদের পাশে থাকবে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এছাড়াও বর্ণিল এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এম. মজিবুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
প্রফেসর ড. এম. মজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান অর্জনের ক্ষেত্র। নিজেকে বদলানো অন্যকে বদলানোর চেয়ে সহজ এবং বিশ্ববিদ্যালয় সে সুযোগই দেয়। প্রতিটি পদ শিক্ষার্থীদের নতুন কিছু শিখতে সহায়তা করে।”
এছাড়াও তিনি শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার বলেন, “আজ নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ দিন। তারা চেষ্টা ও শ্রমের মাধ্যমেই এখানে পৌঁছেছে। ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। প্রথম দিন থেকেই এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক জারিন রাফাহ চৌধুরী এবং টেক্সটাইল বিভাগের প্রভাষক সায়েদুল মোরসালিন।
এছাড়েও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর প্রকৌশলী ড. মফজল আহমদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী।
দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের আয়োজনে লোকজ ও দেশীয় গানের সাথে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনে আনন্দের নতুন মাত্রা যোগ করে।
সিটিজি পোস্ট/এইচএস