নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেফতার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর গুলশান এলাকা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, খোকনকে ডিবি গ্রেফতার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আয়োজনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না বা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় জড়িত থাকার অভিযোগ আছে কি-না তা যাচাই করছে পুলিশ।
সিটিজিপোস্ট/জাউ


.png&w=3840&q=75)

