রাঙ্গুনিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১২ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আরাফ (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেজামশাহ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরাফ ওই এলাকার এসকান্দারের ছেলে। বিকেলে বাড়ির পাশে রাস্তায় খেলাধুলা করার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত আরাফকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।”




