কক্সবাজারের ঈদগাঁওয়ে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায়, অপহরণকারী আটক

সিটিজি পোস্ট প্রতিবেদক

প্রতিনিধি কক্সবাজার | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায়, অপহরণকারী আটক

কক্সবাজারের ঈদগাঁও থেকে এক শিশু ছাত্রকে অপহরণ করে অর্ধলক্ষ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত আরমান হোসেন (২৬) নামের এক অপহরণকারীকে আটক করেছে ।

রবিবার (৩০ নভেম্বর) অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তাকে আটক করে ঈদগাঁও থানায় সোপর্দ করে র‍্যাব-১৫।

ধৃত অপহরণকারী কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হামিদুর রহমান পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গত দিন কয়েক পূর্বে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকা থেকে এক শিশু ছাত্র অপহরণের শিকার হয়।পরে ভিকটিম পরিবারের অভিযোগের ভিত্তিতে র‍্যাব ১৫ অভিযান চালিয়ে রামু এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার