১৪ বছর পর চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

 ১৪ বছর পর চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় সালাউদ্দিন আহমেদ

কক্সবাজারের খুটাখালীতে পীর সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে দীর্ঘ প্রায় ১৪ বছর পর নিজের এলাকা চকরিয়ায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার (২ ডিসেম্বরস) সকালে খুটাখালী পীর সাহেবের মাজার জিয়ারত করেন এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন। জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর চকরিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নেন সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘদিন পর নেতাকে মাঠে দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে জানান এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার