পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে চবি সায়েন্টিফিক সোসাইটির কর্মশালা
চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে এবং টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ’।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মিলনায়তনে আয়োজিত এ কর্মশালাটি আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস)। সহ-আয়োজক হিসেবে ছিল বেসরকারি সংস্থা আমাল ফাউন্ডেশন।
সংগঠনটির সপ্তাহব্যাপী আয়োজন ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর দ্বিতীয় পর্ব ছিল ‘এনভায়রনমেন্টাল ওয়ার্কশপ’।
কর্মশালায় মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয় - এনার্জি সাসটেইনেবিলিটি, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এবং থ্রি আর (Reduce, Reuse, Recycle) নীতির বাস্তবায়ন।
অনুষ্ঠানের শুরুতে আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সারাহ জাবিন ও সিনিয়র প্রজেক্ট অফিসার সামিরা মেহনাজ সংস্থার বিভিন্ন কার্যক্রম, স্কলারশিপ এবং নারীদের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন।
কর্মশালার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন র্যানকন হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন। তিনি পরিবেশ সচেতনতা, টেকসই বিকল্প এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
প্রথম সেশন পরিচালনা করেন আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক ইসরাত করিম ইভ। দ্বিতীয় সেশন পরিচালনা করেন বিএসআরএম-এর হেড অব সিএসআর রুনি রহমান এবং শেষ সেশন পরিচালনা করেন এএইউডব্লিউ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অরল্যান্ডো টেইলর।
সিইউএসএস সভাপতি কে. এম. সিফাত শাহরীণ স্বচ্ছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আল ফোরকান ও অধ্যাপক ড. লায়লা খালেদা।
সমাপনী বক্তব্যে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আল ফোরকান বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। তরুণ প্রজন্ম যদি এখনই এগিয়ে আসে, তবে ভবিষ্যৎ পৃথিবী হবে আরও টেকসই ও বাসযোগ্য।”
ওয়ার্কশপের অংশ হিসেবে আয়োজন করা হয় কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, সপ্তাহব্যাপী ‘এনভায়রনমেন্টাল উইক ২০২৫’-এর ধারাবাহিকতায় এটি ছিল দ্বিতীয় আয়োজন। এর আগে অনুষ্ঠিত হয়েছে ‘এনভায়রনমেন্টাল হ্যাকাথন’, আর পরবর্তী কর্মসূচি হিসেবে চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘ক্লিন ক্যাম্পাস’ কার্যক্রম।
সিটিজিপোস্ট/এমএইচডি




