ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই আনসার পাবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

সিটিজি পোস্ট প্রতিবেদক

অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই আনসার পাবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আনসার-ভিডিপির জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শটগান কেনা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘এটা নির্বাচনের ব্যাপার না। অনেক দিন যাবত দেওয়া হয়নি, তাই কেনা হচ্ছে।’’

আনসার-ভিডিপির ব্যবহৃত আগের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় নতুন করে প্রায় ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে দামে অস্ত্রগুলো কেনা হচ্ছে, তা ‘বেশ সাশ্রয়ী’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত সাশ্রয়ী। আগে যে দামে ক্রয় করা হয়েছিল তার তুলনায় এবার দাম অনেক কমপিটিটিভ। আপনারাই খুঁজে বের করতে পারবেন।’’

এ ছাড়াও নির্বাচনকে সামনে রেখে বডি ওর্ন ক্যামেরা কেনার বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ''অনেকগুলো কেনার প্রস্তাব ছিল। আমরা বলেছি, পর্যালোচনা করে মূল্য জানাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রকিউরমেন্ট যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়।''

শুরুতে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা থাকলেও এখন কেবল সংবেদনশীল এলাকাগুলোতে বডি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ভাবা হচ্ছে। তবে কত সংখ্যক ক্যামেরা কেনা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি ।

ক্যাটাগরি:
জাতীয়