বিভাগীয় সাত শহরে ৩০ নভেম্বর থেকে সমাবেশের ঘোষণা আট দলের

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

বিভাগীয় সাত শহরে ৩০ নভেম্বর থেকে সমাবেশের ঘোষণা আট দলের

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিভাগ বাদে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

সাত দিনের সমাবেশসূচি:

  • ৩০ নভেম্বর : রংপুর

  • ১ ডিসেম্বর : রাজশাহী

  • ২ ডিসেম্বর : খুলনা

  • ৩ ডিসেম্বর : বরিশাল

  • ৪ ডিসেম্বর : ময়মনসিংহ

  • ৫ ডিসেম্বর : সিলেট

  • ৬ ডিসেম্বর : চট্টগ্রাম

মাওলানা ইউসুফ আশরাফ জানান, ‘‘সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে, যারা আন্দোলন পরিচালনা ও পরবর্তী কর্মসূচিতে নেতৃত্ব দেবে।’’

তিনি বলেন, ‘‘জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে আট দল যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার ইতোমধ্যে আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেও দলগুলোর দাবি ছিল গণভোট নির্বাচনের আগে আইনগত ভিত্তি নিশ্চিত করা। তবে সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।’’

ইউসুফ আশরাফ আরও বলেন, “আমাদের আরেকটি দাবি ছিল ফ্যাসিবাদীদের বিচার। এরই মধ্যে ‘লেডি ফেরাউন’-এর মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে। ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হওয়ার দুঃসাহস করবে না বলে আমরা মনে করি।”

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি নিয়ে তিনি জানান, ‘‘উচ্চ কক্ষে পিআর ব্যবস্থা জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে এবং আদেশের মাধ্যমে সাময়িকভাবে বাস্তবায়িতও হয়েছে।’’ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে এটি পুরোপুরি কার্যকর হবে। দলগুলোর আরেক দাবি ছিল ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। বিভিন্ন স্থানে খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রশাসনের সব স্তরে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।

ফ্যাসিবাদের দোসর হিসেবে উল্লেখ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলেও তিনি জানান।

এক প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামী নেতা হামিদুর রহমান আজাদ বলেন, ‘‘গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে প্রথম দাবি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হবে না। তাই ‘হ্যাঁ’ ক্যাম্পেইন নতুন নয়; এটি পাঁচ দফার অংশ।’’

ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি:
জাতীয়