যারা এসব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি নিশ্চিত নই: জুবাইরুল আলম মানিক

রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত ‘মিথ্যা অপপ্রচার’-এর বিরুদ্ধে জুবাইরুল আলম মানিকের নিন্দা ও প্রতিবাদ

সিটিজি পোস্ট প্রতিবেদক

অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ ডিসেম্বর, ২০২৫

যারা এসব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি নিশ্চিত নই: জুবাইরুল আলম মানিক

রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যকরী সদস্য জুবাইরুল আলম মানিক।

বৃহস্পতিবার(১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ ছড়ানো হয়েছে, সেগুলো ‘ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যেপ্রণোদিত’। এগুলোর মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

মানিক বলেন, “তরুণদের নেতৃত্ব বিকাশের ধারা যাদের কাছে গ্রহণযোগ্য নয়, তারাই এসব অপপ্রচারে জড়িত। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কারের গণ-অভ্যুত্থান পর্যন্ত দীর্ঘ ফ্যাসিবাদ-বিরোধী সংগ্রামে আমি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি। তাই চট্টগ্রামসহ আনোয়ারা–কর্ণফুলীর তরুণ সমাজ যে প্রত্যাশা নিয়ে আমাকে দেখে, তা অনেকেই মেনে নিতে পারে না।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ‘ফ্যাসিবাদী রাজনীতির’ ফলে সৃষ্টি হওয়া ব্যক্তিত্বহীন সংস্কৃতি থেকে অনেকেই বের হতে পারেননি। ফলে আনোয়ারা–কর্ণফুলীর কিছু অসাধু চক্র তাঁর আপোষহীন অবস্থানের কারণে রাজনৈতিকভাবে সুবিধা নিতে না পেরে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

প্রসঙ্গক্রমে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহযোদ্ধা মাহবুবা খাদিজা ইলাকে তিনি ছোট বোনের মতো মনে করতেন। গণঅভ্যুত্থানের পর কিছু কর্মসূচিতে সে অংশ নিলেও প্রায় এক বছর ধরে তার সঙ্গে কোনো ব্যক্তিগত বা সাংগঠনিক যোগাযোগ নেই বলে জানান তিনি। মানিকের দাবি—এই নারীকে স্থানীয় অসাধু মহল প্ররোচিত করে সিডিএ জায়গা দখলসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করছে, যা তিনি স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানতে পেরেছেন।

তিনি আরও জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। মিথ্যা অভিযোগ ও অবান্তর প্রপাগান্ডার মুখে তিনি শান্ত ও ধৈর্যশীল রয়েছেন। কোনো ধরনের যাচাইযোগ্য প্রমাণ ছাড়া যে বা যারা এসব অভিযোগ ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। বিষয়টি যথাযথভাবে তদন্ত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

বিজ্ঞপ্তির শেষে জুবাইরুল আলম মানিক তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন রাজনৈতিক অপপ্রচারে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ক্যাটাগরি:
চট্টগ্রামরাজনীতি