সমীর ওয়ানখেড়ে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন
ভারতের রাজস্ব বিভাগ (IRS) কর্মকর্তা ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) সাবেক জোনাল ডিরেক্টর সমীর ওয়ানখেড়ে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজ ‘The Ba*ds of Bollywood’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে এই মামলা করা হয়েছে।
মামলায় ওয়ানখেড়ে ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি টাকার দাবি করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন শোয়ের প্রযোজক রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানের মালিকানাধীন), নেটফ্লিক্স এবং আরও কয়েকজন।
অভিযোগে ওয়ানখেড়ে বলেছেন, সিরিজে তার চরিত্রকে মিথ্যা, বিদ্বেষমূলক ও মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এতে কেবল তার ব্যক্তিগত ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়নি, বরং মাদকবিরোধী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি জনআস্থাও নষ্ট হয়েছে। তার ভাষ্যে, এই সিরিজটি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা ও নির্মাণ করা হয়েছে তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে।
এছাড়া মামলায় উল্লেখ করা হয়েছে, একটি দৃশ্যে “Satyamev Jayate” উচ্চারণের পর অশ্লীল ভঙ্গি প্রদর্শন করা হয়, যা ভারতের Prevention of Insults to National Honour Act, 1971 আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
ওয়ানখেড়ে আরও দাবি করেছেন, মামলা চলমান থাকা অবস্থায় (যেখানে তিনি এবং আরিয়ান খান উভয়ই জড়িত) এমন কনটেন্ট প্রকাশ করা আদালত ও বিচার প্রক্রিয়ার প্রতি অসম্মান প্রদর্শন করে। বর্তমানে মামলাটি বোম্বে হাইকোর্ট এবং মুম্বাইয়ের বিশেষ NDPS কোর্টে বিচারাধীন।
তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন, ক্ষতিপূরণ মঞ্জুর হলে সেই অর্থ টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করা হোক, যাতে ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যায়।
সমীর ওয়ানখেড়ে ২০২১ সালে বহুল আলোচিত ক্রুজ শিপ ড্রাগ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন, যেখানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি দীর্ঘদিন আলোচনায় থাকলেও পরে আরিয়ান খান ক্লিনচিট পান। সেই ঘটনার পর থেকেই ওয়ানখেড়ে ও খান পরিবারের মধ্যে বিরোধ আলোচনায় রয়েছে।
সিটিজি পোস্ট /এমসি