মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, আড়াই হাজার মুরগি পুড়ে ছাই

সিটিজি পোস্ট প্রতিবেদক

মিরসরাই প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ নভেম্বর, ২০২৫

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, আড়াই হাজার মুরগি পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সূত্রে লাগা আগুনে একটি পোল্ট্রি ফার্মের আড়াই হাজারের বেশি ব্রয়লার মুরগি পুড়ে গেছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার আলাউদ্দিন পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি আলাউদ্দিন জানান, দুপুরে হঠাৎ করে খামারে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে এবং সব মুরগি পুড়ে মারা যায়। তার দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, “ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরও তারা সময়মতো না আসায় সব শেষ হয়ে গেছে।”

এ ঘটনায় স্থানীয়ভাবে শোক ও হতাশা দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে।

বিস্তারিত আসছে ...

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর