চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের রাতে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের রাতে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বিয়ের সন্ধ্যায় সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকা, মোবাইলফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নানের বড় মেয়ের বিয়েকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বাড়িতে আয়োজন চলছিল। পরিশ্রম ও ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা সেদিন গভীর রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় ঘরের ভেতর ছিলেন নারী সদস্যরা, আর পুরুষেরা সামনের বাড়িতে অবস্থান করছিলেন।

রাত সাড়ে ৩টার দিকে ৮–১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তারা ঘুমন্ত নারী সদস্যদের হাত-পা-মুখ বেঁধে গলায় অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার খুলে নেয়। পাশাপাশি ঘরের বাইরে থাকা একটি ড্রাম থেকে প্রায় ২৫ হাজার টাকা লুট করে।

ভুক্তভোগী ফাতেমা বলেন, “আমার ছেলের দেওয়া হাতের গহনা, কানের দুল—সব নিয়ে গেছে। প্রায় ৫ ভরি স্বর্ণ ছিল। আমাদের গলায় চুরি ধরে হুমকি দেয়—না দিলে গলা কেটে ফেলবে।”

প্রবাসীর আত্মীয় ও স্থানীয় মেম্বার নুরুল আনোয়ার জানান, তার স্ত্রী শব্দ শুনে তাকে ডাকলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তখনও ডাকাতরা ঘরের ভেতর ছিল। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে, আর ডাকাতদল পেছনের জমি দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, “বিয়ের কারণে নারীদের কাছে গহনা বেশি ছিল। সব মিলিয়ে ১৬–১৭ ভরি স্বর্ণ নিয়ে গেছে। সঙ্গে নগদ ২৫ হাজার টাকাও।”

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশের বাড়ির একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে দুইজন মুখোশ পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর