ডিবি অফিসে নেওয়ার ১০ ঘণ্টা পর বাসায় ফিরলেন মিজানুর রহমান সোহেল

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

ডিবি অফিসে নেওয়ার ১০ ঘণ্টা পর বাসায় ফিরলেন মিজানুর রহমান সোহেল

দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়ার পর বুধবার (১৯ নভেম্বর) সকালে বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর রহমান জানান, “প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, একটি বিষয়ে কথা বলার জন্য তাকে রাতে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং পরবর্তীতে রাতেই বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

মিজানুর রহমান জানান, আসন্ন ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার) কার্যকরের প্রেক্ষাপটে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আয়োজন করা সংবাদ সম্মেলনবিষয়ক তথ্য নিয়েই ডিবির কর্মকর্তারা তাকে জিজ্ঞেস করেছেন।

গতকাল রাত ১২টার দিকে বাড্ডার বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে নিয়ে গেলে তার পরিবার উদ্বেগ প্রকাশ করে। পরে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়