প্রাথমিক বিদ্যালয়সমূহে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চবিতে মানববন্ধন

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

প্রাথমিক বিদ্যালয়সমূহে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চবিতে মানববন্ধন

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষা সংযুক্ত করার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এসোসিয়েশন।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও চাকসু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, দর্শন বিভাগের শিক্ষক মোজাম্মেল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক এনামুল হক, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোহাম্মদ আলী, অহিংস শিক্ষার্থী জোটের আহবায়ক ফরহাদ, চাকসুর মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, চাকসুর সহ সাহিত্য সংস্কৃতি সম্পাদক জিহাদ আহনাফ, ইসলামিক স্টাডিজ এসোসিয়েশন এর সভাপতি আতাউর রহমান ফাহমিদ।

প্রফেসর মোজাম্মেল হক বলেন, "বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান সিদ্ধান্ত নিবে এদেশের শিক্ষা ব্যবস্থা কোন পদ্ধতিতে হবে।"

একটি সেক্যুলার বিশ্ববিদ্যালয়ে এ ধরণের সংগঠনকে তিনি বাতিঘর হিসেবে আখ্যা দেন। এছাড়াও তিনি সরকারকে যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

ইসলামিক স্টাডিজ এসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান ফাহমিদ বলেন," এদেশে পতিতাদের যৌনকর্মী হিসেবে মর্যাদা দেওয়া হয় অপরদিকে মক্তব শিক্ষা ব্যবস্থাকে ভারতীয় মদদে বন্ধ করা হয়, আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।"

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
ক্যাম্পাসচট্টগ্রাম