প্রাথমিকে 'সংগীত শিক্ষক' পদ পুনর্বহালসহ ৫ দাবিতে চবিতে মানববন্ধন

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

প্রাথমিকে 'সংগীত শিক্ষক' পদ পুনর্বহালসহ ৫ দাবিতে চবিতে মানববন্ধন

প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংগীত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতি পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো—

১. প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষক পদ পুনর্বহাল এবং চলমান নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত সংযুক্তিকরণ।

২. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালুকরণ।

৩. বিসিএস শিক্ষা ক্যাডারে সঙ্গীত বিষয় অন্তর্ভুক্তি।

৪. সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান।

৫. সার্টিফিকেট কোর্সকে স্নাতকের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘সঙ্গীত শুধু নান্দনিক শিক্ষাই নয়, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সঙ্গীত শিক্ষার অবমূল্যায়ন তরুণ প্রতিভা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘‘আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন।’’

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরক্যাম্পাস