চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাতিল হল পোষ্য কোটা

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাতিল হল পোষ্য কোটা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য বহাল থাকা ‘পোষ্য কোটা’ বা ‘ওয়ার্ড কোটা’ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, গত রোববার উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল পোষ্য কোটা বাতিল করা। তাদের দাবি ও সুপারিশ বিবেচনায় এ কোটাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

এর আগে ‘জুলাই আন্দোলন’-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবি জোরালো করে তোলে। দাবির প্রেক্ষিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথমে এ কোটার দুই–তৃতীয়াংশ কমানো হয় এবং চলতি শিক্ষাবর্ষে সেটি সম্পূর্ণ বাতিল করা হলো।

তবে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোটা বহাল থাকছে। মোট ৯ ধরনের কোটা কার্যকর থাকবে—মুক্তিযোদ্ধা সন্তান, বিদেশি শিক্ষার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামের বাঙালি (অ-উপজাতি), শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপি খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় এবং দলিত জনগোষ্ঠী কোটা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি প্রক্রিয়ায় সমঅধিকার নিশ্চিত করা এবং কোটা কাঠামোকে বাস্তবসম্মত করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তরক্যাম্পাস