কক্সবাজারের প্রাণ বাঁকখালী নদী দখলমুক্ত করার অভিযানে দ্বিতীয় দিনে দখলদারদের হামলায় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কস্তুরাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দখলদারদের প্রতিরোধ ভাঙতে গিয়ে সংঘর্ষে ৭ পুলিশ সদস্য ও ৩ সংবাদকর্মী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করে। দ্বিতীয় দিনের অভিযানে ব্রিজের নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ’র বন্দর বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন,এতিমখানার নামে জায়গা দখল করে রেখেছিল কিছু প্রভাবশালী। তারা হাতাহাতির মাধ্যমে আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান চালানো সম্ভব হয়েছে। নির্বিঘ্নে শেষ করতে পারলে ৫০ থেকে ৬০ একর নদীর জমি অবমুক্ত করা যাবে।
তিনি আরও জানান, আতিকুর রহমান নামে এক দখলদার প্রায় ৫০ একর নদী ভরাট করেছেন। তার পক্ষের লোকজন শিশুদের দিয়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে ও কাফনের কাপড় পরিয়ে প্রতিবাদ করায়। এমনকি বড় বড় গাড়ি ও নির্মাণসামগ্রী ফেলে প্রশাসনের প্রবেশেও বাধা দেওয়ার চেষ্টা হয়।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন,অভিযান শুরু হলে স্থানীয় কিছু বাসিন্দা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তারা উচ্ছেদে বাধা দিলে পুলিশ সরিয়ে দেয় এবং তিনজনকে আটক করে।সহকারী কমিশনার শারমিন সুলতানা জানান, প্রথমে অনেকে বাধা দিলেও পরে বুঝিয়ে বলার পর তারা সহযোগিতা করছেন। তিনি বলেন,আমরা আশাবাদী, বাঁকখালী নদীকে তার জায়গা ফিরিয়ে দিতে পারব।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত ২৪ আগস্ট বাঁকখালী নদীর সব দখলদারের তালিকা তৈরি ও চার মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ অভিযান শুরু হয়েছে।
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...