ধানমন্ডি ৩২ নম্বরে দুইটি বুলডোজার, প্রবেশমুখে সাঁজোয়া যান মোতায়েন
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে ঘিরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করলেও মাঠে আওয়ামী লীগের তেমন উপস্থিতি নেই। এদিকে বেলা ১২টার দিকে ধানমন্ডি ৩২–এ ফের আনা হয়েছে দুইটি বুলডোজার।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয়। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে।
৩২ নম্বরের প্রবেশমুখে সাঁজোয়া যান মোতায়েন রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়। ওই সময় ঘটনাস্থলে একটি এক্সকাভেটরও আনা হয়েছিল। তারও আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রজনতা ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে আগুন দেয়।
আজ ঘোষিত রায়টি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে। রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




