হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ নভেম্বর, ২০২৫

হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ

হাটহাজারী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা হালদা নদীতে অভিযান চালিয়ে ৫টি চরঘেরা জাল ও ২৫টি বড়শি জব্দ করেছেন। জানা গেছে, এসব জালের বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

বুধবার (৫ নভেম্বর) হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা হালদা নদীর রামদাস মুন্সিরহাট থেকে হালাদার মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, অবৈধভাবে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার করার অভিযোগ পাওয়ার পরই এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, “হালদা নদীর মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর