কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট তিনটি মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৫০ জনে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ-এর পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি মো. ইলিয়াস খান।
মামলায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিনকে (৪৩) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া রাজনৈতিক নেতা, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামি করা হয়েছে।
ওসি ইলিয়াস খান জানান, "শুক্রবার সকালে উচ্ছেদ অভিযানের পঞ্চম দিনে নুনিয়ারছড়া ও নতুন বাহারছড়া এলাকায় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল প্রশাসনের। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বুলডোজার নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলে শত শত স্থানীয় বাসিন্দারা শহরের প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারীরা চার রাস্তার মোড়ে ব্যারিকেড সৃষ্টি, টায়ার জ্বালানো এবং বিমানবন্দর সড়কে ঠেলাগাড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে উচ্ছেদ অভিযানে বাধা দেয়। এ সময় বুলডোজার ভাঙচুর করা হয় এবং বিআইডব্লিউটিএ কর্মীদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। ঘটনার পর বিআইডব্লিউটিএ কর্মকর্তার দায়ের করা এজাহারটি রোববার দুপুরে নথিভুক্ত করেছে পুলিশ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...